টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। এবার মমতা শঙ্করের হাত ধরে অভিনয়ের দুনিয়ায় পা রাখতে চলেছেন মমতা শঙ্করের ছোট ছেলে রাজিতশঙ্কর ঘোষের স্ত্রী সৌরিতা শঙ্কর ঘোষ।
পর্দায় আসছে সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘দেরি হয়ে গিয়েছে’। ছবিতে মমতা শঙ্করের শৈশবের চরিত্রে অভিনয় করতে চলেছেন তারই ছোট বৌমা। এই প্রথম বড়পর্দায় ডেবিউ করবেন সৌরিতা। তাও আবার শাশুড়ির শৈশবের চরিত্রে। পারিবারিক প্রথা মেনে পর্দায় অভিষেক হল সৌরিতার।
কেমন করে সুযোগ পেলেন সৌরিতা? আনন্দবাজার ডট কম কে মমতা এবং সৌরিতা উভয়েই জানিয়েছেন, সে দিন তাঁদের বাড়ির গৃহ-সহায়িকারা অনুপস্থিত ছিলেন। এ দিকে ছবির চিত্রনাট্য শোনাতে সেইসময় উপস্থিত ছিলেন পরিচালক সপ্তাশ্ব, ছবির নায়ক অঞ্জন দত্ত।
সে দিন চা পরিবেশনের দায়িত্ব পড়েছিল ছোট বৌমা সৌরিতার উপরে। সৌরিতাকে দেখামাত্র পছন্দ পরিচালকের। পরে তিনি মমতাশঙ্করকে সে কথা জানাতেই অভিনেত্রী আপত্তি জানাননি। তাঁর কথায়, “শুধুই পরিবার নয়, আমার ছাত্রছাত্রীদের কথাও পরিচালকদের বলে থাকি। সৌরিতা সুযোগ পাওয়ায় খুব খুশি।”

