এবার পর্দায় ‘তারানাথ তান্ত্রিক’ হয়ে ফিরছেন ‘এক্কাদোক্কা’ খ্যাত পোখরাজ ওরফে সপ্তর্ষি মৌলিক

সপ্তর্ষি মৌলিক

এবার পর্দায় ‘তারানাথ’ হয়ে ফিরছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। বড়পর্দা থেকে ছোটপর্দায় ভীষণ মুখ তিনি। ছোটপর্দায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল জি-বাংলার ‘অষ্টমী’ ধারাবাহিকে। এর আগে শ্রীময়ী আর এক্কাদোক্কা ধারাবাহিকে অভিনয় করেছিলেন।

ফের আবার নতুন প্রোজেক্টে। অভিনেতার এই নতুন প্রোজেক্টে ছোটপর্দায় নয়, বড়পর্দায় আসতে চলেছে। পর্দায় আসছে এক বাংলা ছবি।  রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’ ও মনোজ সেনের ‘শিকার’ এই তিন সাহিত্যিকের গল্প নিয়ে আসছে এই ছবি

ছবিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’ গল্পে ‘মাতু পাগলী’র চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী রুপাঞ্জনা মিত্রের। পর্দার তারানাথ চরিত্রে দেখা যাবে অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। একেবারে অন্য রুপে ধরা দিতে চলেছেন এবার। এবার দেখার বিষয় ‘তারানাথ’ চরিত্রে কেমন সাড়া ফেলে সপ্তর্ষি।