প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐন্দ্রিলা বসু। দুজনেই ছোটপর্দার জনপ্রিয় মুখ। ছোটপর্দার হাত ধরেই দুজনের যাত্রা শুরু হয়েছে অভিনয় জগতে।
তবে এবার একসঙ্গে জুটি বাঁধবেন তারা। না কোনও নতুন ধারাবাহিকে নয়, বরং বড়পর্দায় দেখা যাবে তাদের। পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরীর ছবিতে জুটি বাঁধছেন ঋষভ-ঐন্দ্রিলা। ছবিতে থ্রিলারধর্মী কাহিনি ফুটি উঠলেও শুধুমাত্র মাত্র অ্যাকশনই থেমে থাকবে না, প্রেমের ছোঁয়াও থাকবে এই গল্পে। ছবির নাম ‘লাজ্জো’। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক সামনে এসেছে।
ছবিতে ঋষভ ও ঐন্দ্রিলা ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্ত, শতাফ ফিগার, সুভদ্রা মুখোপাধ্যায় ও জয়ন্ত মণ্ডলকে। সূত্রের খবর চলতি বছরের শেষেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।