রণিতা দাস ও দীপান্বিতা রক্ষিত দুজনেই ছোটপর্দায় জনপ্রিয় মুখ। তবে অনেকদিন হল ছোটপর্দায় বিশেষ দেখা যাচ্ছে না এই দুই অভিনেত্রীকে। এখনও পর্যন্ত রণিতার শেষ কাজ ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিক। ২০১১ সালে এই ধারাবাহিকের হাত ধরেই বাংলার ঘরে ঘরে ‘বাহামণি’ হয়ে উঠেছিলেন রণিতা।
অন্যদিকে দীপান্বিতা’র প্রথম ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। ২০২২ সালে এই ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন দীপান্বিতা। প্রথম ধারাবাহিকই তুমুল জনপ্রিয়তা দিয়েছিল তাকে।
টলিপাড়ার গুঞ্জন, স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী ধারাবাহিকের নায়ক-নায়িকা বাছাই পর্ব চলছে। লীনা গাঙ্গুলির এই আসন্ন ধারাবাহিকের জন্য রণিতা- দীপান্বিতা ইতিমধ্যেই লুক টেস্ট দিয়েছেন। প্রসঙ্গত, রণিতা লীনা গাঙ্গুলির ধারাবাহিকের জন্য লুক টেস্ট দিয়েছেন, এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম।
কে হবেন লীনার নতুন ধারাবাহিকের নায়িকা? সবিস্তার জানতে লীনা গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করা হলে এখনই নতুন ধারাবাহিক নিয়ে মুখ খুলতে রাজি নন লীনা।