অনুরাগের ছোঁয়া শেষ হতেই নতুন কাজে ফিরছেন অভিনেতা রাহুল মজুমদার। শুধু তাই নয়, এবার স্বামী-স্ত্রী একসঙ্গে। বুঝতে পারলেন না? শুধু রাহুল নয়, তার স্ত্রী প্রীতি বিশ্বাসও ফিরছেন কাজে। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকে অভিনয় জগত থেকে দুরেই ছিলেন।
বিরতি কাটিয়ে আবার কাজে ফিরছেন প্রীতি। তাও আবার রাহুলের সাথে। হ্যাঁ, এবার পর্দায় একসঙ্গে দেখা মিলবে বাস্তব দম্পতির। তবে ছোটপর্দায় নয়, বড়পর্দার হাত ধরে দিরছেন রাহুল-প্রীতি। ‘রং রুট’ ছবিতে প্রথমবার এই জুটিকে দেখেছিলেন দর্শক। এই ছবির হাত ধরেই তাদের প্রেম শুরু হয়েছিল।
বহুবছর পর আবার এই জুটিকে বড়পর্দায় দেখবেন দর্শক। ছবি নাম ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’। কমেডি ঘরনায় ছবি হতে চলেছে। ভালবাসায় মোড়া এক পরিবারের গল্প ফুটে উঠবে। শীতকালেই মুক্তি পাবে। তবে রাহুল-প্রীতিকে কোন চরিত্রে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

