‘দয়া করে যেটুকু সম্ভব দিন’! এবার রানাঘাটের অস্মিকার পাশে দাঁড়ালেন ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া গঙ্গোপাধ্যায়

মহুয়া গঙ্গোপাধ্যায়

গত কয়েকদিন ধরেই ১ বছরের শিশু অস্মিকাকে নিয়ে চিন্তিত। বিরল রোগে আক্রান্ত ছোট অস্মিকা। মেয়েকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের অনুরোধ জানায়। রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস তাদের ছোট মেয়েকে বাঁচাতে একটি মাত্র ইনজেকশন। যার দাম প্রায় ১৬ কোটি টাকা।

মেয়ের জন্মানোর চার মাসে তারা জানতে পারে একরত্তি বিরল রোগে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরায় সাধারণ মানুষ থেকে তারকারা অস্মিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাশে এসে দাঁড়িয়েছেন  বিভিন্ন ইউটিউবাররা।

এবার সুদূরে বসেই অস্মিকার পাশে এসে দাঁড়ালেন ‘প্রবাসে ঘরকন্না’ চ্যানেলের জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়। নিজের চ্যানেলে একটি ভিডিওতে লাইভে এসে বলেন,  ‘আজ এইভাবে ক্যামেরার সামনে আসার কারণ হল ক’দিন ধরে কমেন্ট বক্সে আমার চোখে পড়ছে অনেকেই আর্জি জানাচ্ছেন, দিনি আনার ফেসবুক-ইউটিউবে এত বড় পরিবার আছে আপনি সকলের সামনে অস্মিকাকে নিয়ে কিছু বলুন। ইতিমধ্যেই এই নামটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। সে একটি বিরল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্যে যে ইঞ্জেকশনটা প্রয়োজন, তার দাম নাকি ১৬ কোটি টাকা। মধ্যবিত্ত পরিবারের কাছে এই টাকাটা জোগার করা অসম্ভব। ইতিমধ্যেই অনেকেই তাকে সাহায্য করেছেন। আমিও চেষ্টা করব আমার সাধ্য মতো ওকে সাহায্য করার। কিন্তু এটা কয়েকজনের সাহায্য হবে না, সকলকে প্রয়োজন। যেটুকু সম্ভব দিন। বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হয়। সবাই মিলে সাহায্য করলে শিশুটি হয়তো একটা সুস্থ জীবন ফিরে পাবে।’

সূত্রঃ tv9bangla . com