মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে প্রতিবছর বিনোদন ও সঙ্গীত জগতের শিল্পীদের মহানায়ক পুরস্কারে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্প্রতি সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কে বলতে শোনা যায়, ‘এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে।’
এককথায় বাংলা সিরিয়াল নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন মমতা। এবার জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গাওয়া গানই নাকি ধারাবাহিকেই ব্যবহার করা হবে। জানেন কোন মেগায় শোনা যাবে মমতার গান?
দ্য ওয়ালের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় চর্চিত মেগা ‘চিরসখা’য় মুখ্যমন্ত্রীর গান শোনা যাবে। ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘কমলিনী’ ও ‘স্বতন্ত্র’র ওঠা পড়ার নানা মুহূর্তে বেজে উঠতে শোনা যাবে মুখ্যমন্ত্রী’র এই গান। বলাই বাহুল্য, যা বাংলা ধারাবাহিকের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি।
বাংলা সিরিয়ালের প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী’র মুখে লীনা গঙ্গোপাধ্যায়ের নাম। সিরিয়ালের গল্প নিয়ে কথা বললেও গল্পের লেখিকা কে দোষারোপ করেননি তিনি। এদিন মহানায়ক পুরস্কারে বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কে বলতে শোনা যায়,
‘এতে কিন্তু লীনাদিদের হাতে নেই, এটা যারা মালিক তাঁদের হাতে আছে। দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি কেন? বাড়ান ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে, কত অভিনব জিনিস আছে। তা না করে, কী করবেন? ও ওকে গুলি চালাচ্ছে। ও ওকে ছুরি মারছে। এগুলো আমি যেই দেখি, বন্ধ করে দিই।’এবার সেই লীনার মেগাতেই মমতার গান।