অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজ প্রোডাকশনস প্রযোজিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির অবদান রয়েছে প্রচুর। এই ছবি দেখে অনুপ্রাণিত হয়েছে বহু মহিলা। বাংলার এই সিনেমার পর প্রথম কলকাতার দুর্গাপুজায় পুরোহিত হিসাবে এই এসেছে চার মহিলা।
‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমা শুধু কলকাতাতেই সাড়া ফেলেনি বরং ক্যালিফোর্নিয়ায়ও প্রভাব পড়েছে।ক্যালিফোর্নিয়ায় এক মহিলা সায়ন্তী ভট্টাচার্য, যিনি চলতি বছরের দুর্গাপুজোয় পৌরহিত্য করতে চলেছেন। পৌরহিত্য করার এই সিদ্ধান্তে অবদান রয়েছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির। সেই কথা নিজে মুখে জানিয়েছেন এই ছবির প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে।
এই খবর পাওয়া মাত্র শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন গর্বিত! এই গল্প যে একে একে বিভিন্ন স্তরের মানুষকে প্রভাবিত করছে তা জেনে আপ্লুত তিনি। তার কথায়, গল্পের বিনিময়ে কোটি টাকা ঘরে এলেও বোধ হয় এত আনন্দ হত না।
ক্যালিফোর্নিয়ায় বাসিন্দা সায়ন্তী ভট্টাচার্য শিবপ্রসাদকে ছোট্ট একটি পরিচ্ছেদ লিখে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, “ছোটবেলা থেকেই পুজোর মন্ত্রগুলো খুব ভালো লাগত, মন্ত্র আর তার মানে দুটোই জানতে চাইতাম সব সময়। অনেকবার এমন হয়েছে যে কোথাও পুজো দেখতে গিয়ে মনে হয়েছে, ইশ, যদি আমি নিজে করতে পারতাম মন্ত্রোচ্চারণ। তোমাদের শেষ ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ দেখে উদ্বুদ্ধ হয়ে সাহস করে ফেললাম। এই কথাটা তোমাদের না জানিয়ে পারলাম না। ছবি দিয়ে তোমরা এ ভাবেই কত জীবনকে স্পর্শ করো, তা হয়তো তোমার জানতেই পার না”। সান ফ্রান্সিস্কো বে-এরিয়ার সিলিকন ভ্যালি দুর্গোৎসবে তিনি এবছর পুরোহিতের দায়িত্বে রয়েছেন।