ইমনের জয়জয়কার! এবার অস্কারের মঞ্চে ইমনের বাংলা গান

ইমনের বাংলা গান

বহু বছর আগেই ইমন চক্রবর্তী বাংলা মুখ উজ্জ্বল করেছে। বাংলাকে জাতীয় পুরস্কার সম্মান এনে দিয়েছেন তার গাওয়া গান ‘তুমি যাকে ভালোবাসো’র হাত ধরে।

ফের আবার ইমনের জয়জয়কার। এবার অস্কারের মঞ্চে ইমনের গাওয়া বাংলা গান। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি গেয়েছিলেন ইমন। ১৪ ই নভেম্বর এই গান মুক্তি পায়।

জানা যাচ্ছে, অস্কারের দৌড়ে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্য়ালটে রয়েছে। আর সেই তালিকায় রয়েছে ইমনের গাওয়া গান ‘ইতি মা’। যা গায়িকা এবং তাদের ভক্তদের মধ্যে গর্বের বিষয়। শোনা যাচ্ছে ৩ রা মার্চ স অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

সূত্রঃ bangla . hindustantimes . com