এবার পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি-আরাত্রিকা

দিব্যজ্যোতি-আরাত্রিকা

এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন ছোটপর্দার রাই ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই খবর অনেক আগেই আপনাদের জানানো হয়েছিল। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’ তে সুযোগ পেলেন আরাত্রিকা।

ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’ হাত ধরেই বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জনপ্রিয়তার পর তিনিও বড়পর্দায় পা রাখছেন।

ছবিতে দিব্যজ্যোতিকে দেখা যাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে। আর তার দ্বিতীয় স্ত্রী লক্ষীপ্রিয়ার চরিত্রে দেখা মিলবে আরাত্রিকার। অর্থাৎ দিব্যজ্যোতি আর আরাত্রিকা এবার জুটি বাঁধবেন বড়পর্দায়।

প্রসঙ্গত, দিব্যজ্যোতির দ্বিতীয় স্ত্রী লক্ষীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রথমে দর্শনা বনিকের। তবে তার সময়ের সমস্যার জন্য সেই জায়গায় আরাত্রিকাকে বাছাই করেন সৃজিত।

বড়পর্দায় ছবি প্রসঙ্গে ছোটপর্দার রাই জানান, ‘এমন সুযোগ হাতছাড়া করতে চাইনি। সবটাই রানাদা আর সৃজিতদা জানেন।’