‘বৌমা একঘর’ শেষ! আর শাশুড়ি-জা নয়, এবার রাজনীতিবিদ হয়ে টিভির পর্দায় চৈতি ঘোষাল

চৈতি ঘোষাল

অভিনেত্রী চৈতি ঘোষাল বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। যিনি বহুবছর ধরে জড়িত রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। বড়পর্দা তো বটেই, ছোটপর্দায়ও নিজের অভিনয় দক্ষতা দিয়ে রাজ করছেন। কিছুদিন আগেই তাঁর অভিনীত ধারাবাহিক ‘বৌমা একঘর’ খুব অল্পসময়ে বিদায় নিয়েছে টিভির পর্দা থেকে। ধারাবাহিকে শাশুড়ি-জায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে এবার পর্দায় ফিরছেন অন্য অবতারে।

খুব শীঘ্রই কালার্স বাংলা‍য় আসতে চলছে ‘ক্যানিং-এর মিনু’। মুখ্য চরিত্রাভিনেত্রী অল্প বয়সী নারী, যে রাজনীতির
অলিন্দে প্রমাণ করবে তাঁর নিজস্বতা। আর তাঁর প্রতিপক্ষ চরিত্রে দেখা মিলবে চৈতি ঘোষালের। রাজনীতির মারপ্যাঁচ নিয়ে চলবে দুই শিবিরের লড়াই। বর্ষীয়ান অভিনেত্রী দীপঙ্কর দে’কে দেখা যাবে অভিনেত্রীর শ্বশুরের ভূমিকায়।

রাজনীতিবিদ ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে উৎসাহিত চৈতি ঘোষাল। তাঁর চরিত্রে ধূসর শেড থাকবে। এরকম চরিত্রে এই প্রথম অভিনয় করছেন তিনি। এর আগে ‘জামাই রাজা’য় খলচরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here