সদ্য প্রকাশ পেয়েছে জি-বাংলা বেঙ্গল টপার ধারাবাহিক ‘পরিণীতা’। যার মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা উদয় প্রতাপ সিংহ এবং অভিনেত্রী ঐশানী। পারুল আর রায়ানের টক-ঝাল মিষ্টি গল্প টিআরপির প্রথম স্থান ছিনিয়ে নিতে খুব বেশিদিন সময় নেয়নি।
তবে এবার আরও বাড়বে টিআরপি। ধারাবাহিকের নতুন প্রোমো দেখে তেমনটাই ইঙ্গিত মিলছে। এবার পরিণীতার গোটা টিম যাবে ত্রিবেনিতে। হযাম পরিণীতায় এবার মহাকুম্ভের ছোঁয়া। আসলে পরিণীতা শুটিং সেট তৈরি হবে ত্রিবেণীর আদলে। সেখানেই চলবে শুটিং।
ধারাবাহিকের নতুন প্রোমো দেখা গেল রায়ান তার কলেজের সহপাঠীদের সাথে মহাকুম্ভে যাচ্ছে। অন্যদিকে পারুল তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ত্রিবেণী আসে। এবার রায়ান-পারুল মুখোমুখি হলে কি হতে চলেছে সেটাই দেখার।
View this post on Instagram