প্রত্যেক বছর ধুমধাম করে মা লক্ষ্মীর আরাধনা করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । নিজের হাতে নানা থিমে লক্ষ্মী ঠাকুরকে সাজান। ভোগও রান্না করে পরিবেশন করেন মা-কে। তার বাড়ির লক্ষ্মী পুজোয় হাজির থাকেন সংবাদমাধ্যম। টলি তারকা থেকে বন্ধুবান্ধব লক্ষ্মী পূজার দিন অপরাজিতার বাড়ি রুপ অন্যরকম থাকে। তবে এবছর সব আনন্দ ফিকে। এবছর অভিনেত্রীর বাড়িতে জাঁকজমকভাবে হচ্ছে না লক্ষ্মীর আরাধনা।
মাসকয়েক আগেই মারা গিয়েছেন অপরাজিতার পিতৃসম শ্বশুরমশাই। তাই স্বজন হারানোর যন্ত্রণা। অশৌচ থাকায় পুরোহিত ডেকে পুজো করা হবে না। কোনও মতে লক্ষ্মী পূজার কাজ নিজেই সারবেন।
সংবাদমাধ্যমকে অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানিয়েছেন, ‘এবার তো আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন। তাই খুব ছোট করে পুজো করছি। পুজোতেও সেভাবে আনন্দ করতে পারিনি।’ কিন্তু অভিনেত্রী জানায়, পরিস্থিতি যদি ঠিকও থাকত তাহলেও তিনি বড় করে পুজো করতেন না। কারণ আবার করোনা সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় বড় করে পুজো করা উচিত নয়।