অভিনেতা রাজা গোস্বামী বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ। ভালোবাসা ডট কম ধারাবাহিকে নায়ক হয়েই পর্দায় প্রথম পা রেখেছিলেন। ওম-তোড়ার জুটি দর্শক আজও ভুলতে পারেনি। বর্তমানে একাধিক ধারাবাহিকে শুধুমাত্র পার্শ্বচরিত্রেই অভিনয় করতে দেখা যায় তাকে।
তবে এবার রাজাকে দেখা যাবে লীনা গাঙ্গুলির সিরিয়ালে। খুব শীঘ্রই পর্দায় আসছে লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক ‘চিরসখা’। প্রোমো আসার আগেই যা নিয়ে ইতিমধ্যে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এক অসমবয়সী প্রেম কাহিনী ফুটে উঠবে এই মেগায়।
এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ ৯ বছর পর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। বিপরীতে দেখা যায় সুদীপ মুখোপাধ্যায়কে। এছাড়াও থাকতে চলেছেন একাধিক দক্ষ তারকরা। রয়েছেন চন্দন সেন, অনসূয়া মজুমদার, রাজন্যা মিত্র, লাভলি মৈত্র, রেশমি সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, মালবিকা সেনের মতো একাধিক তারকারা।
এই ধারাবাহিকেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজা। এর আগে নিম ফুলের মধু, রোশনাই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন রাজা গোস্বামী। তবে এবার নেগেটিভ নয়, পজেটিভ চরিত্রে দেখা যাবে তাকে।