আর জলসা নয়, এবার জি-বাংলার নতুন ধারাবাহিকে নায়ক হয়ে ফিরছেন অভিনেতা আর্য দাশগুপ্ত

অভিনেতা আর্য দাশগুপ্ত

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা আর্য দাশগুপ্ত। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ির ছেলে আয়ুষ্মান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ভালো জনপ্রিয়তা পায়। অভিনেতা আর্য দাশগুপ্ত শুধু ছোটপর্দায় কাজ করেছেন এমনটা নয়, সিনেমা থেকে ওয়েব সিরিজ সর্বত্র পরিচিত মুখ তিনি।

গাঁটছড়া ধারাবাহিকের পর আকাশ আটের একটি সিরিয়ালে তাকে দেখা গিয়েছিল । তবে এবার জি-বাংলার হাত ধরে নায়ক গ্যে ফিরছেন আর্য দাশগুপ্ত। জি-বাংলা চ্যানেলে আসছে এক মা এবং দুই ছেলের মিষ্টি গল্পের কাহিনী।

আর এই সিরিয়ালে অভিনয় করবেন আর্য। তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারিকে। গল্পে দুই ভাই নায়ক থাকবে আর নায়িকা একটা। আর্য ছাড়াও নায়কের চরিত্রে থাকবেন সায়ন মুখোপাধ্যায়