১৭ বছর ধরে জি-বাংলার রান্নাঘর সাফল্যের সাথে সঞ্চালনা করে গেছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। তবে নতুন রান্নাঘর শোতে জি-বাংলার তরফ থেকে ডাক মেলেনি তার। তার পরিবর্তে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শোয়ের হোস্ট পরিচালনা করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই কেঁদে ফেলেছিলেন তিনি।
তবে থেমে থাকেননি সুদীপা। রান্নাঘর শো থেকে বাদ পড়লেও নিজের ইউটিউব চ্যানেল খুলে নিজের রান্না শো এনেছেন। আর তাতেই সাফল্য পেয়েছেন। নাম দিয়েছেন ‘সুদীপার সংসার’। আর তার নিজের শোয়ের হাত ধরেই এবার সঞ্চালিকার মুকুটে জুড়ল নতুন পালক।
সম্প্রতি ইউটিউবার হিসাবেও বিরাট সাফল্য পেল সুদীপা। ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সিলভার প্লে বাটন পেলেন অভিনেত্রী সঞ্চালিকা। তার ইউটিউবে সাবস্ক্রাইবার হয়ে দাঁড়াল এক লাখের বেশি। সেই খুশির খবর নিজেই সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন।
ইনস্টাগ্রামে সেই সিলভার প্লে বাটনের ছবি শেয়ার করে সুদীপা লেখেন, ‘এই ছোট্ট ছোট্ট প্রশংসা- তোমাকে সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার সাহস যোগাবে.. @youtubeindia থেকে এটি পেয়ে সত্যিই খুশি। কৃতজ্ঞতা এবং ভালোবাসায় উপচে পড়ছি। আমার ভক্ত, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং অনুসারীদের প্রতি কৃতজ্ঞ।’
View this post on Instagram