পর্দায় দেবী চামুণ্ডারুপী এই টেলি নায়িকাকে চিনতে পারছেন?

অভিনেত্রী খেয়ালী মণ্ডল

ছবিতে থাকা দেবী চামুণ্ডারুপী এই টেলি নায়িকা কিন্তু বর্তমানে ছোটপর্দার ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী। দেবী চামুণ্ডার রুদ্র রুপে অসাধারণ মানিয়েছে এই অভিনেত্রীকে। বলুন তো চিনতে পারছেন কিনা?

দেবীপক্ষের সূচনায় আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মহালয়া উপলক্ষে প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবে মহিষাসুরমর্দিনী। এবছর সান বাংলাতে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে পায়েল দে-কে। এই চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানের নাম ‘অকাল বোধন’।

ধারাবাহিকের বিভিন্ন নায়িকাদের দেখা যাবে এই অনুষ্ঠানে, দেবীর নানান অবতারে। আর এই অনুষ্ঠানে দেবী চামুণ্ডা রূপে পর্দায় সেজেছেন ‘পুতুল টিটিপি’- ধারাবাহিকের পুতুল অর্থাৎ অভিনেত্রী খেয়ালী মণ্ডল।

অভিনেত্রী খেয়ালী মণ্ডল

এই প্রসঙ্গে খেয়ালী জানান, “এবার সান বাংলার মহালয়া ‘অকাল বোধন’-এ আমি চামুণ্ডা রূপে থাকছি। দুই রাক্ষস চন্ড আর মুন্ড যখন দেবীকে বিয়ের প্রস্তাব দেয়,তখন দেবী চামুণ্ডা রূপ ধারণ করে তাদের বধ করে। চামুণ্ডার রূপের প্রস্তুতি একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। অনেকটা সময় ধরে এই রূপ তৈরি করা হয়েছে। মহালয়ার ভোরে আপনারা দেখতে পাবেন অকাল বোধন। আশা করছি আপনাদের ভাল লাগবে।”