ছবিতে বাচ্চা মেয়েটি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। স্টার জলসার এবং জি-বাংলা দুই চ্যানেলে চুটিয়ে কাজ করছেন। আবার কিছুদিন আগেই বিয়ে সেরেছেন এক জনপ্রিয় টেলিভিশন অভিনেতার সাথেই। চিনতে পারছনে?
আশাকরি, এবার একটু বুঝতে পড়েছেন কে তিনি? তিনি হলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। হ্যাঁ, ফুলকি ধারাবাহিকের পারমিতা আবার গৃহপ্রবেশ ধারাবাহিকেও তাকে অন্যরকম ভূমিকায় দেখা যাচ্ছে।
সম্প্রতি কৌশাম্বি চক্রবর্তী তার সোশ্যাল একাউন্টে একগুচ্ছ নিজের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘ছোটবেলা।’ ছবিতে দেখা যায় লাল শাড়ি, ওড়না মাথায় বসে রয়েছে খুদে। ছোটবেলায় অভিনেত্রী খুব মিষ্টি দেখতে ছিলেন।
Instagram-এ এই পোস্টটি দেখুন