
একটা সময় ছিল যখন বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে রমরমা বাজার। পন সিংহ, তরুণ মজুমদার, উত্তমকুমার, সুচিত্রা সেনের বহু ছবি হিট। এমনকি বাংলার ছবি হিন্দি সংস্করণও রমরমিয়ে চলত। কিন্তু বর্তমানে বাংলার ছবির ভাঁড়ারে যেন টান ধরেছে। স্বাভাবিকভাবে যত দিন যাচ্ছে বাংলা ছবির সংখ্যাও কমছে।
আগে বাংলা ছবি দেখার টানে হলে যেত কিন্তু এখন বলতে হচ্ছে ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’। তবে জানেন কি টলিউডে এমন এক জনপ্রিয় অভিনেতা রয়েছেন যিনি বাংলা ছবির পিছু ১ কোটি টাকা পারিশ্রমিক নেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন। তিনি কলকাতার পাশাপাশি মুম্বাইয়েও জনপ্রিয়। তার আসন্ন ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ খুব শীঘ্রই পর্দায় মুক্তি পাবেন।
আশাকরি এবার বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, অভিনেতা মিঠুন চক্রবর্তী। আনন্দবাজারকে দেওয়াকে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “আমিই এক কোটি টাকা পারিশ্রমিক নিই। বাংলা ছবির বাজেট এখনও এই অঙ্কের উপরে উঠতে পারল না! তা হলে আর উন্নতি কোন দিক থেকে হবে।”
অভিনেতা আরও বলেন, ‘বাঙালি বরাবর পারিবারিক ছবি দেখতে ভালবাসে। যেখানে একটা নিটোল গল্প থাকবে। সূক্ষ্ম অনুভূতিতে কৌতুকরস মিশবে। এই উপাদান সঠিক পরিমাণে মেশাতে পারলেই ছবি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে আসবেন। ছবি সফল হওয়ার পিছনে জোরালো চিত্রনাট্য এবং সংলাপের যথেষ্ট গুরুত্ব আছে। সে দিকেও তাই সমান যত্নবান হওয়া দরকার।’