
জি-বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেল একই ধারাবাহিক আসতে চলেছে, নাম ‘রানী ভবানী’। এই নিয়ে দর্শকের মধ্যে বেশ কৌতূহল জেগেছে। কোন চ্যানেলে কে হবেন ‘রানী ভবানী’? এই নিয়ে বেশ উত্তেজনা জেগেছে।
সামনে এলো বড় আপডেট। জি-বাংলার এক মহিয়সী নারীর চরিত্রে দেখা মিলবে পুরনো এক অভিনেত্রী। যিনি বহুদিন ধরে ছোটপর্দায় দেখা যাচ্ছে না। কে তিনি?
তিনি হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। যিনি শেষবারের মতো ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘দুগ্গা দুগ্গা’, ‘ভজ গোবিন্দ’, ‘বিজয়িনী’, ‘কি করে বলব তোমায়’ মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
শোনা যাচ্ছে, ফের ঘরে ফিরছেন স্বস্তিকা আর ইতিহাসের পাতার এক মহিয়সী নারীর চরিত্রে দেখা মিলবে তার অর্থাৎ রানী ভবানী ধারাবাহিকেই তাকে দেখা যাবে সেটা বোঝাই যাচ্ছে।