স্টার জলসার ‘রাণী ভবানী’ ধারাবাহিকে থাকবেন ছোটপর্দার এই জনপ্রিয় নায়ক

রাণী ভবানী

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’। যা মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ছোটপর্দায় তার প্রথম কাজ। বড়পর্দা থেকে ওটিটি সবেতেই দৃষ্টি আকর্ষণ করেছে। এবার ছোটপর্দায় দর্শকের মনে কেমন প্রভাব ফেলেন সেটাই দেখার?

তবে এই মেগা ধারাবাহিকে থাকতে চলেছেন এক জনপ্রিয় নায়ক। জানা যাচ্ছে, দুই শালিক ধারাবাহিকের নায়ক সায়ন বসুকে দেখা যাবে স্টার জলসার রানী ভবানি ধারাবাহিকে। ধারাবাহিকে রাজা রামকান্ত মৈত্রর চরিত্রে তাকে দেখা যাবে।

রাণী ভবানী

রাণী ভবানীর স্বামী ছিলেন রাজা রামকান্ত মৈত্র। সেই রাজার বেশেই দেখা মিলবে সায়নের। তবে কয়েক বছরের মধ্যেই মারা যান রাজা রামকান্ত । তাঁর মৃত্যুর পরই রাজ্যের হাল ধরেন রাণী ভবানী। অর্থাৎ সম্ভবত খুব কম সময়ের জন্যই দেখা যাবে সায়ন বসুকে।