আট বছর পর ফের স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। মাঝে বড়পর্দা, ওয়েব সিরিজে কাজ করলেও এবার ব্লুজ প্রযোজনা সংস্থার হাত ধরে ফিরছেন অভিনেত্রী। হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে হাতে বেত তুলে শিক্ষা দেওয়ার জন্য স্টার জলসায় আসছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।
আসন্ন নতুন মেগা ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ তে মুখ্য ভূমিকায় থাকছেন স্বস্তিকা। জানা যাচ্ছে, এই মেগায় স্বস্তিকার বিপরীতে দেখা যাবে এক নতুন মুখকে। তা এখনও প্রকাশ্যে না এলেও ইতিমধ্যেই জানা গেল এই মেগায় খলনায়ক চরিত্রে কাকে দেখা যাবে। ‘গীতা এলএলবি’র কৃপাণ ওরফে অভিনেতা সৌমক বসুকে দেখা যেতে চলেছে এই ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে।
স্বস্তিকার বিপরীতে যে নায়ক থাকবেন তার ভাইয়ের চরিত্রে দেখা যাবে সৌমককে। কলেজের বাউণ্ডুলে এক ছেলের চরিত্রে দেখা যাবে তাকে। যার সঙ্গে বিদ্যা ব্যানার্জির জোর টক্কর বাঁধতে চলেছে।
নারীকেন্দ্রিক এই গল্পে স্বস্তিকাকে দর্শক দেখবেন একেবারে কড়া শিক্ষিকার ভূমিকায়। যাকে দেখে তার ছাত্র ছাত্রীদের শ্রদ্ধার পাশাপাশি ভয়ও হয়। অশিক্ষা এবং অসভ্যতা কোনওটাই মেনে নিতে পারে না বিদ্যা ব্যানার্জি। তাই কড়া হাতে উচিৎ শিক্ষা দিতে আসছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।