‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে নতুন নায়ক হয়ে এন্ট্রি নিচ্ছে ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা

রাঙামতি তীরন্দাজ

স্টার জলসার পর্দায় বেশকিছু দিন আগেই শুরু হয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। শুরু থেকেই পর্দায় ভালোই সাড়া ফেলেছে এই ধারাবাহিক। যার মুখ্য চরিত্রে রয়েছে অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং বিপরীতে নবাগতা নায়িকা মনীষা মন্ডল।

ধারাবাহিকের বর্তমান এপিসোড গুলিতে আসছে আর নিত্য নতুন চমক। রাঙ্গামতীর জীবনে এন্ট্রি নিতে চলেছে নতুন নায়ক। গল্পের প্রতিটা পর্বেই রয়েছে টানটান উত্তেজনা। সম্প্রতি জানা যাচ্ছে, ধারাবাহিকে নতুন নায়ক হিসাবে এন্ট্রি নেবে ছোটপর্দার আরও এক চেনা মুখ। কিন্তু কে সে?

রাজীব বোস

তবে মুখ্য ভূমিকায় থাকা নীলাঙ্কুর মুখোপাধ্যায় এর বদলে আসতে চলেছে নতুন কেউ? দর্শকদের উদ্দেশ্যে ধারাবাহিকের নির্মাতারা জানিয়েছেন, গল্পে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রাজীব বোস। তবে কি এই নতুন পুলিশ অফিসারই আগামী দিনে রাঙ্গামাতির জীবনে নতুন নায়ক হতে চলেছে? আসন্ন পর্বেই তা জানতে পারবে দর্শক।