নতুন চমক নিয়ে ফের জি-বাংলার পর্দায় আসছে ‘সারেগামাপা’। গত সিজনেও বিচারকের আসনে দেখা গিয়েছিল ইমন চক্রবর্তীকে। তবে এ বছর সারেগামাপা’র নতুন পর্বে বিচারকের ভূমিকায় দেখা যাবে না ইমনকে। ইমনের পরিবর্তে বিচারকের আসন দখল করছেন কে?
অনেকদিন ধরেই সারেগামাপা-য় বিচারক হতে না পারার আক্ষেপ নাকি রয়েছে সুরকার-শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে তার। ইতিমধ্যেই শুরু হয়েছে সারেগামাপা অনুষ্ঠানের শুটিং। নতুন পর্বে বিচারকের সংখ্যা ৯। তাদের মধ্যে অন্যতম হলেন জিৎ গাঙ্গুলি।
সূত্রের খবর, জিৎ ছাড়াও বিচারকের আসনে দেখা যাবে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, শান্তনু মৈত্র, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, জোজো মুখোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী এবং অন্তরা মিত্র। ইতিমধ্যেই ১৪ জন প্রতিযোগীর গান তারা শুনে ফেলেছেন। অন্যদিকে প্রতিযোগীদের তৈরি করার দায়িত্বে থাকেন রথীজিৎ ভট্টাচার্য, ঝুমুর-সহ মোট চার জন।
অনুষ্ঠানের আরও এক চমক হিসাবে থাকছে, এ বছরের প্রতিযোগীদের অনেকেই গানের পাশাপাশি বাদ্যযন্ত্রও বাজাতে পারেন, যা এর আগে দেখা যায়নি। শোনা যাচ্ছে, শারদীয়াকে স্বাগত জানাতে বিশেষ পর্বের আয়োজন থাকবে সারেগামাপা-য়। তৈরি হয়েছে বিশেষ একটি গান। বিশেষ পর্বের অতিথি বিচারক হিসাবে থাকছেন হৈমন্তী শুক্ল, তবলিয়া জাকির হোসেনের ভাই তৌফিক কুরেশি।