ফের অঘটন! নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর জন্য সরিয়ে দেওয়া হল এই জনপ্রিয় মেগাকে, হতাশ দর্শক

চিরদিনই তুমি যে আমার

অসমবয়সী প্রেমের গল্পে ছোটপর্দায় ফিরছে ‘চিরদিনই তুমি যে আমার’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসলেও এতদিন স্লট ঘোষণা হয়নি।

সম্প্রতি সামনে এল চিরদিনই তুমি যে আমার-এর স্লট। ১০ মার্চ থেকে প্রতিদি বিকেল ৬.৩০-এ দেখা যাবে এই ধারাবাহিক।

সময় অনুযায়ী, আনন্দী ধারাবাহিকের জায়গা দখল করছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আনন্দী ধারাবাহিক। টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে না পারায় কি এবার পর্দা থেকে বিদায় নেবে আনন্দী?

চিরদিনই তুমি যে আমার

 

চ্যানেলের পক্ষ থেকে এখনও যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি এই বিষয়ে। তবে পর্দা থেকে বিদায় নিচ্ছে নিম ফুলের মধু। তাই বিকেল ৬ টার স্লটেই ১০ মার্চ থেকে পাঠিয়ে দেওয়া হতে পারে আনন্দীকে।