নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় মেগা ধারাবাহিক, বেজায় মন খারাপ দর্শকের

শুভ বিবাহ

আপনারা সকলেই জানেন স্টার জলসার পর্দায় আসছে এক নতুন মেগা ধারাবাহিক। নাম ‘বুলেট সরোজিনী’। যার আপডেট অনেক আগেই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। এই মেগার হাত ধরে বহু বছর পর প্রধান সারির চ্যানেলে ফিরছেন দিয়া বসু।

ধারাবাহিকের প্রোমো বেশ জমজমাট। সূত্রের খবর, প্রাইম টাইমে দেওয়া হবে এই ধারাবাহিককে। যদিও এখনো পর্যন্ত কোনও অফিশিয়াল স্লট ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফ থেকে। তবে এই ধারাবাহিকের জন্য কোপ পড়তে পারে জলসার দুই মেগার উপর।

কানাঘুষো শোনা যাচ্ছে, এই মেগা ধারাবাহিকের জন্য সময় পরিবর্তন হতে পারে ‘কথা’ ধারাবাহিকের। একসময় বেঙ্গল টপার হলেও বর্তমানে এই ধারাবাহিকে টিআরপি কম। আর জন্যই সময় পরিবর্তন হতে পারে কথা’র।

শুভ বিবাহ

অন্যদিকে এই নতুন মেগার জন্য বন্ধ হয়ে যেতে পারে সোনামণি সাহার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকটি। এখনো ফাইনাল না হলেও টেলি পাড়ার জোর কানাঘুষো শোনা যাচ্ছে, আর এই খবরে মন ভেঙেছে সোনামণির সাহার ভক্তদের।