স্টার এবং জি-বাংলার পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। আর নতুন ধারাবাহিক মানেই পুরনোকে বিদায়। যেকোনো ধারাবাহিক দেখতে দেখতে দর্শকের ভীষণ প্রিয় হয়ে ওঠে কিন্তু আচমকাই যখন সেটা বন্ধ করে দেওয়া হয়, তখন হতাশ হন সকলে।
একটু লক্ষ্য রাখলে দেখবেন একের পর এক পুরনো ধারাবাহিক টিভির পর্দা থেকে সরে যাচ্ছে। চলতি বছরে বিদায় নিয়েছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। কিছুদিন আগে শেষ হয়েছে স্টার জলসার উড়ান ধারাবাহিক। ফের আবারও বন্ধ হতে চলেছে আরও এক জনপ্রিয় মেগা ধারাবাহিক।
আশা করি আন্দাজ করতে পারছেন, হ্যাঁ, অবশেষে বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রোশনাই’। টিআরপি কমের জন্যই বন্ধ হচ্ছে এই মেগা। অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর হাত ধরে এই ধারাবাহিক জলসার পর্দায় শুরু হয়েছিল। বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছিল। তবে মাঝপথে নায়িকা বদল হওয়ায় অনেকেই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নেন।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বন্ধ করে দেওয়া হবে এই মেগাকে। মাত্র ১ বছরের মাথায় বন্ধ হচ্ছে এই ধারাবাহিক।