যার শুরু আছে তার শেষও আছে – এই কথা সবক্ষেত্রে প্রযোজ্য। তবে কম সময়ের মধ্যে হলে সেটা একটু অবাক হতে হয়। আশাকরি বুঝতে পেরেছেন এখানে বাংলা ধারাবাহিকের কথা বলা হচ্ছে। বর্তমান যুগে বাংলা ধারাবাহিকের মেয়াদ কিন্তু খুবই কম। যারা টিআরপি তালিকায় খুব ভালো রেটিং পায় তারাই টিকে থাকে। তবে সংখ্যা নেহাত কম।
আগেকার ধারাবাহিক টিআরপি উপর নির্ভর করত না, তাই জনপ্রিয়তা না পেলেও গল্প শেষ হওয়া পর্যন্ত টিভিতে দীর্ঘদিন ধরে সম্প্রচার হত। যুগ বদলেছে, সময় পাল্টেছে, পাল্লা দিয়ে পাল্টাচ্ছে বিনোদন জগতও। এখন টিআরপি শেষ কথা, তাই মাত্র ২/৩ মাসেই ধারাবাহিক কোনও মতে সমাপ্তি দেখানো হয়।
সূত্রে খবর অনুযায়ী, জি-বাংলার এবার বন্ধের পালা শ্রাবণী ভুঁইয়ার ‘মুকুট’। অফিশিয়ালি ঘোষণা না করলেও জোর গুঞ্জন টিআরপির অভাবে এই ধারাবাহিক বন্ধ হবে খুব শীঘ্রই। চলতি বছরের মার্চে শুরু হওয়া এই ধারাবাহিক টিভির পর্দায় ব্যর্থ। তাই পাঁচ মাসেই ইতি টানবেন নির্মাতারা। তবে ধারাবাহিক বন্ধের খবরে মন খারাপ শ্রাবণী’র ভক্তদের। তার আগের ধারাবাহিক ‘মাধবীলতা’ও মাত্র তিন মাসে শেষ হয়ে গিয়েছে।