অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি, নামটা কম-বেশি সিরিয়াল প্রেমীদের সকলের চেনা। খুব ভালোভাবে বলতে গেলে দর্শক তাকে চেনেন ‘গুড্ডি’ হিসাবে। করুণাময়ী রানি রাসমণি, চোখের বালি, পটল কুমার গানওয়ালা, ধুব্রতারা, বাজলো তোমার আলোর বেনু র মত একাধিক জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন।
তাকে শেষবারের মত ছোটপর্দায় দেখা গেছে অমরসঙ্গী ধারাবাহিকে। ধারাবাহিক শেষ হতেই এবার নিজের জীবনে নতুন ইনিংস শুরু করলেন শ্যামৌপ্তি। কর্মজীবনে এবার নতুন পেশায় পা রাখলেন।
একজন সফল অভিনেত্রীর পর এবার সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তাই বন্ধুর সাথে অংশীদারে খুলে ফেললেন নিজের লাইফস্টাইল ষ্টোর। যেখানে এক ছাদের তলায় পোশাক, গয়না থেকে শুরু করে রয়েছে ক্যাফে, বিউটি স্যাঁলোও।
সদ্য লঞ্চ হল শ্যামৌপ্তি নতুন ষ্টোর। এদিন উপস্থিত ছিল তার চর্চিত প্রেমিক রণজয় বিষ্ণুও। নিজেদের বন্ধু বললেও তাদের গুপ্ত প্রেমের কথা সকলের জানা।