মুখ বদল! ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে ‘বৃন্দা’ চরিত্রে মাধুরিমা’র পরিবর্তে এন্ট্রি নিচ্ছেন এই জনপ্রিয় নায়িকা

অভিনেত্রী সুদিপ্তা ব্যানার্জি

ধারাবাহিকের মাঝপথে মুখ বদল নতুন বিষয় নয়। এর আগে বহু ধারাবাহিকে এরকম ঘটনা ঘটেছে। ফের আরও এক নতুন ধারাবাহিকের মুখ বদল হতে চলেছে। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’। এই ধারাবাহিক টিআরপি’তে ভালো ফল করছে।

ধারাবাহিকে ভিলেন বৃন্দা চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী কিন্তু তিনি অসুস্থ থাকায় শুটিং করতে পারছেনা। তাই বাধ্য হয়ে নির্মাতারা এই চরিত্রের মুখ বদল করছেন। কারণ গল্পে ভিলেন চরিত্র খুবই গুরুত্বপূর্ণ।

অভিনেত্রী সুদিপ্তা ব্যানার্জি

এসবের মধ্যে বড় আপডেট মিলল। ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে নতুন বৃন্দা হয়ে আসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদিপ্তা ব্যানার্জি। যিনি একজন দক্ষ অভিনেত্রী হিসাবে পরিচিত। ‘সোহাগ জল’ ধারাবাহিকে শেষবারের মতো ভিলেন চরিত্রে দেখা গিয়েছিল। সোহাগ জল ধারাবাহিকের পর ফের ভিলেন চরিত্রের হাত ধরেই পর্দায় ফিরছেন সুদিপ্তা।