জগদ্ধাত্রী ধারাবাহিকে আসতে চলেছে নতুন গল্প। শোনা যাচ্ছে ১৭ বছরের লম্বা লিপ নেবে ধারাবাহিক। মারা যাবে জগদ্ধাত্রী। আপনারা যারা নিয়মিত এই ধারাবাহিক দেখেন তারা জানেন জগদ্ধাত্রী বেঁচে রয়েছে তবে এবার সত্যিই মারা যাবে নায়িকা।
শোনা যাচ্ছে গল্প থেকে বিদায় নেবে অঙ্কিতা মল্লিক। টুইস্ট আসতে চলেছে গল্পে। ১৭ বছর ধারাবাহিক লিপ নেবে। দেখানো হবে জগদ্ধাত্রী আর সয়ম্ভুর মেয়ে দুর্গা বড় হয়ে গেছে। সেও মায়ের মতন বড় ক্রাইম ব্রাঞ্চ অফিসার। মায়ের মৃতুর প্রতিশোধ নিতে মরিয়া সে।
ধারাবাহিকে জগদ্ধাত্রীর মেয়ে হয়ে এই মেগায় এন্ট্রি নিতে চলেছে অভিনেত্রী শ্রেয়শ্রী রায়। যিনি ভানুমতীর খেল সিরিয়ালের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। সান বাংলার সাথী সিরিয়ালে খলনায়িকা চরিত্রে শেষবারের মতো অভিনয় করেছিলেন। বহুদিন পর আবার ধারাবাহিকে ফিরছেন তিনি।