জি-বাংলার নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমল। তাদের জুটি অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতছে।
প্রথম সপ্তাহে টিআরপির দশে উঠে আসে এই মেগা। ধারাবাহিকের আরও মশলা যোগ করার জন্য নতুন নতুন ভিলেন প্রবেশ হচ্ছে। তন্বী লাহা রায় অনেক আগে থেকেই এই মেগায় ভিলেনের চরিত্রে অভিনয় করছেন।
এবার নায়িকা অর্পণার জীবনে নতুন নায়ক আসতে চলেছেন। আর এই চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি নেবেন অর্কজ্যোতি পাল। যিনি বেহুলা ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন।
ধারাবাহিকে অর্কজ্যোতি নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, নতুন চরিত্রটি ভিলেন চরিত্র হতে চলেছে। এবার দেখার বিষয় অর্পণার জীবনে নতুন কোন ঝড় তোলে সে?