‘দুগ্গামণি ও বাঘ মামা’ ধারাবাহিকে এন্ট্রি নিল এই জনপ্রিয় খুদে শিশু শিল্পী

দুগ্গামণি ও বাঘ মামা

জি-বাংলার পর্দায় নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘ মামা। ছোট্ট দুগ্গামণি ও তার মাকে নিয়ে এগোবে গল্প। ছোট্ট খুদের চরিত্রে দেখা যাচ্ছে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিক খ্যাত রাধিকাকে। এবার ধারাবাহিকে আরও এক খুদের এন্ট্রি। রাধিকার পাশাপাশি থাকবে সকলের আদরের ফুগলাকে।

ফুগলাকে চেনে না, এরকম বাঙালি নেটিজেন খুব কমই আছে। সোশ্যাল মিডিয়ায় সকলের নয়নের মণি সে। তার মজার মজার কীর্তি প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর আগেও হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকেও দর্শক দেখেছে ফুগলাকে। ড্যান্স বাংলা ড্যান্সেও সঞ্চালনার ভূমিকায় কাজ করেছে সে। এবার মানালি দে’র আসন্ন এই ধারাবাহিকেও দর্শকের নজর কাড়বে ছোট্ট ফুগলা।

দুগ্গামণি ও বাঘ মামা

গল্পে একসাথে দুই অত্যন্ত জনপ্রিয় শিশুশিল্পীর থাকাতে দুগ্গামণি ও বাঘ মামা ধারাবাহিকটি জমে উঠতে চলেছে তা বলার কথা নয়।