বিগত কয়েক মাস ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নানা চর্চা শোনা যাচ্ছে। এমনকি বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর তো কখনও ভিকি কৌশলের নাম উঠে এসেছিল। বাদ যায়নি আয়ুষ্মান খুরানার নাম। চর্চায় উঠে এসেছে যীশু সেনগুপ্তের নামও।
তবে জানা গিয়েছে রণবীর, ভিকি কৌশল কারোর কাছ থেকেই ডেট পাওয়া যায়নি। বাকি যেসমস্ত অভিনেতাদের কাছে এই প্রস্তাব গিয়েছিল তারা কেউই রাজি হননি। অবশেষে জানা গেল বড় পর্দায় সৌরভ হয়ে ধরা দেবেন রাজকুমার রাও। যদিও অফিসিয়ালি কোন কিছুই এখনও ঘোষণা হয়নি।
সৌরভের বায়োপিকের নির্মাতা ‘লাভ ফিল্মস’-এর কর্ণধার অঙ্কুর গর্গ এবং লাভ রঞ্জন বেশ কয়েকবার কলকাতা এসে বায়োপিক তৈরি নিয়ে বৈঠকেও সেরেছে সৌরভের সঙ্গে। তবে কে হতে পারে বড় পর্দার প্রিন্স অফ ক্য়ালকাটা? এই নিয়ে সংশয় থাকায় কোন কিছুই এতদিন চূড়ান্ত হয়নি। কিন্তু অবশেষে নতুন বছরে জানা গেল খুব শীঘ্রই শুটিং শুরু হতে পারে এই ছবির।
সম্প্রতি মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে ক্রিকেটার এবং স্ত্রীর ক্রিকেট কোচের চরিত্রে ধরা দিয়েছিলেন রাজকুমার রাও। এবার বাংলার দাদার চরিত্রে অভিনয় করবেন রাজকুমার। জানা যাচ্ছে ছবিটির পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।