চলতি বছরের শুরু থেকে স্টুডিয়োপাড়ায় বন্ধ হচ্ছে একগুচ্ছ নতুন সিরিয়াল। তার পরিবর্তে জায়গা পূরণ করছে নতুন সিরিয়াল। টিআরপি একটু কম হলেই ধারাবাহিক ইতি টেনে দিচ্ছেন চ্যানেল। সেক্ষেত্রে তাড়াহুড়ো করেই গল্প শেষ করতে হচ্ছে। যেমন সদ্য শেষ হয়েছে ‘মেয়েবেলা’। তাড়াহুড়ো করেই গল্প শেষ করায় অনেককিছু অপূর্ণ রয়ে গেল এই ধারাবাহিক।
আবার এই জনপ্রিয় সিরিয়ালের পর্দা থেকে বিদায়ের পালা। জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক। আর তার জেরেই শেষ হচ্ছে শ্বেতা ভট্টাচার্যের ‘সোহাগ জল’। বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই খবর এবার সত্যিই হল। মাত্র আট মাসেই ধারাবাহিক ইতি টানছেন চ্যানেল।
শুরু থেকে থেকেই চর্চায় ছিল এই ধারাবাহিক। টিআরপিতে প্রথম থেকে মিশ্র ফালাফল করেছে। তবে টিআরপি পড়তেই চ্যানেল ধারাবাহিকের সমাপ্তি ঘোষণা করলেন।