‘রোডিজ: ডবল ক্রস’-এ বিচারকের আসনে রয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। একদিকে যেমন চেনা ছন্দে হাসি মজা করতে ভালোবাসেন তেমনি বিচারকের আসনে বসে নিজের দায়িত্ব পালনও করেন অভিনেত্রী। কিন্তু আচমকাই ‘রোডিজ়’-এর সেটে অসুস্থ হয়ে পড়েন নেহা ধুপিয়া।
হঠাৎ কি এমন হল অভিনেত্রীর? বরাবরই নিয়মিত শরীরচর্চা করা,পরিমিত খাওয়া দাওয়ার দিকেও নজর দেন তিনি। বলতে গেলে স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুযায়ী চলতে ভালোবাসেন নেহা। তবে ‘রোডিজ়’ -এর সেটে শ্যুটিং চালকালীন মাথা ঘুরে পড়ে যান অভিনেত্রী।
সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শ্যুটিং। যদিও পরে সুস্থ হয়ে আবারও শুটিং শুরু করেন অভিনেত্রী। এই প্রসঙ্গে নেহা জানিয়েছেন, ‘একটা শারীরিক সমস্যা হচ্ছে, কিন্তু আমি এখন ঠিক আছি। এই শো সবসময় নিজের গন্ডি নিজেই অতিক্রম করার কথা বলে। এই শো আমায় যে কোনও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে উৎরে যাওয়ার সাহস যোগায়। কোনও বাধাই আমায় থামাতে পারবে না।’ বর্তমানে বড়পর্দায় খুব একটা দেখা যায় না তাকে। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘ব্যাড নিউজ’ ছবিতে।