
স্টার জলসার আসছে নতুন সিরিয়াল ‘বুলেট সরোজিনী’। যার প্রোমো ইতিমধ্যে দর্শক দেখে নিয়েছেন। ৫ ই মে থেকে বিকেল সারে পাঁচটায় শুরু হবে এই মেগা।
নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিয়া বসুকে। বহুদিন পর তাকে প্রধান সারির চ্যানেলে দেখা যাবে। আর নায়কের ভূমিকায় থাকবেন অভিনেতা অর্নব বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বীর শর্মা। তবে শোনা যাচ্ছে নিম ফুলের মধু’র এক জনপ্রিয় অভিনেত্রী কামব্যাক করছেন ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে। কে তিনি?
তিনি হলেন অভিনেত্রী শ্রীতমা বৈদ্য। যিনি এর আগে নিম ফুলের মধু সহ ডায়মন্ড দিদি জিন্দাবাদ, মিলি এর মত বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে তাকে একজন ছাত্রীর ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রে নাম চরিত্রের নাম রাগিণী চ্যাটার্জি।