‘নিম ফুলের মধু’তে সৃজন-পর্ণার ছেলের চরিত্রে অভিনয় করবেন এই জনপ্রিয় অভিনেতা

নিম ফুলের মধু

‘নিম ফুলের মধু’র গল্প এগিয়ে গেছে ২০ বছর। সেই প্রোমো ইতিমধ্যে দর্শক দেখে ফেলেছেন। ধারাবাহিকের লিপে দেখানো হচ্ছে সৃজন মিসিং। অন্যদিকে সৃজন নিখোঁজ হওয়ায় নিস্তব্দ হয়ে পরেছে পর্ণা।

সৃজনের জ্যাঠা মারা গেছেন আর তার হাল ধরেছেন তার ছেলে। চুলে পাক ধরেছে বাবুর মার। গোটা দত্ত বাড়ি এখন মাতিয়ে রাখে পর্ণার মেয়ে পুঁটি। আর এই পুঁটি চরিত্রে ধারাবাহিকে অভিনয় করবেন অভিনেত্রী সোমু সরকার। যিনি গোধূলি আলাপ এবং আলোর কোলে ধারাবাহিকের নায়িকার চরিত্রে ছিলেন।

অভিনেতা রাজদীপ গোস্বামী

পর্ণা’র মেয়েকে প্রোমোতে দেখালেও ছেলেকে দেখায়নি। পর্ণার ছেলের চরিত্রে তাহলে কে? এই নিয়ে কৌতূহল জাগছে দর্শকের মনে। সূত্রের খবর, পর্ণার ছেলের চরিত্রে এই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে অভিনেতা রাজদীপ গোস্বামী। ছোটপর্দায় এই প্রথম অভিনয়ে হাতেখড়ি তার। এর আগে হৈ চৈ প্ল্যাটফর্মে ‘সম্পূর্ণা ২’ এবং ‘নষ্টনীড়’ সিরিজে কাজ করেছেন তিনি।