ইতিমধ্যে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাসের একসঙ্গে ফেরার খবর চর্চায় রয়েছে। প্রথমবার জি-বাংলার দুই নায়িকাকে একসঙ্গে দেখা যাবে তাও আবার দুই বোনের চরিত্রে। জি-বাংলার হাত ধরে আসছে নতুন ধারাবাহিক, যা নাম এখনো প্রকাশ্যে আসেনি।
আপাতত প্রোমো শুটের জন্য আরাত্রিকা আর শ্রুতি দুজনেই রয়েছেন উত্তরবঙ্গে। তারা একসাথে ছবিও শেয়ার করেছেন। গল্পে দুই বোনের চরিত্রে দেখা যাবে তাদের। শ্রুতির চরিত্রে নাম নিশা আর আরাত্রিকা চরিত্রে নাম উজি।
তবে তাদের নায়ক কে? গল্পের নায়ক থাকবেন দুজন। তাদের মধ্যে একজনের নাম সামনে এসেছে। শোনা যাচ্ছে এই নতুন গল্পের নায়কের চরিত্রে দেখা মিলবে অভিনেতা অভিষেক বীর শর্মাকে। যিনি বুলেট সরোজিনী ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে অভিষেক কার নায়ক হতে চলেছেন সেটা জানা যায়নি।