‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পুঁটির নায়ক হিসাবে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে

অভিনেতা রুদ্রজিৎ মুখার্জি

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। একসময় বাংলার টপার ধারাবাহিক বর্তমানে টিআরপি একেবারেই কমে গেছে।

ধারাবাহিকের প্রোমোতে দেখানো হচ্ছে পর্ণ আর সৃজনের মেয়ে পুঁটি বড় হয়ে গেছে। আর এই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সোমু সরকার। যিনি এর আগে গোধূলী আলাপ এবং আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করেছেন।

তবে এই মেগা ধারাবাহিকে পুঁটির নায়ক কে হবে? এই নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে সোমুর বিপরীতে দেখা যাবে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জিকে। যদিও এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি।