স্টার জলসায় আসছে লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক। আর এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ। এই তথ্য আপনাদের সাথেই আগেই শেয়ার করা হয়েছিল। বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরে পর্দার নায়িকা হয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, মধ্য বয়স্ক নারী-পুরুষের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক। তবে দর্শকের বহুদিন ধরেই আগ্রহ ছিলেন অপরাজিতার নায়ক কে হবেন? অনেকেই চাইছিলেন ঋষি কৌশিক হোক। তবে না এবার ঋষিকে আর অপরাজিতার বিপরীতে দেখা যাবে না।
‘ম্যাজিক মোমেন্টস’-এর নতুন ধারাবাহিকে অপরাজিতা ঘোষের বিপরীতে দেখা যাবে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। যিনি ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অনিন্দ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে টেলি পাড়ার অন্দরমহলে।