নতুন ধারাবাহিকে মানালি’র বিপরীতে নায়ক হিসাবে থাকছেন এই জনপ্রিয় অভিনেতা

মানালি

সদ্য প্রকাশ পেয়েছে বাংলা নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’। ধারাবাহিকের প্রথম প্রোমো মন জিতে নিয়েছে দর্শকের। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকবেন অভিনেত্রী মানালি দে। এই ধারাবাহিকের আরও একটি প্রধান চরিত্র রয়েছে। এই চরিত্রটি একটি শিশুশিল্পী।

শিশুশিল্পী চরিত্রে অভিনয় করছেন ছোট রাধিকা। যে এর আগে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে মাহি চরিত্রে অভিনয় করেছিল। এই ধারাবাহিকে রাধিকা অনাথ আশ্রম থেকে পালিয়ে এসে এক বাড়িতে ঢুকে যায়। সেখানে দেবী দুর্গার চোখ আঁকায় সে বর পায় সে সকলের মনের কি চলছে বুঝতে পারবে।

সেই বাড়ির বৌ মানালি, যার ছোট মেয়ে হারিয়ে গেছে। তাকে দেখে আঁকড়ে ধরে মানালি। তাহলে কি এই শিশুটিই মানালির মেয়ে। সেটা জানা যাবে আগামীদিনে?

মানালি

তবে এই ধারাবাহিকে মানালির বিপরীতে কে থাকবে তাই নিয়ে রয়েছে জল্পনা। মানালির নায়ক হিসাবে কাকে দেখা যাবে। শোনা যাচ্ছে মানালির নায়ক হিসাবে থাকবেন অভিনেতা রাহুল বসু। যিনি এর আগে বাজল তোমার আলোর বেনু, নবাব-নন্দিনী’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।