‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জিতু কমল নয়, ‘আর্য’র চরিত্রে অভিনয় করার কথা ছিল এই জনপ্রিয় অভিনেতার

জিতু কমল

বর্তমানে জি-বাংলার একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। আর্য-অপর্ণা’র রসায়ন খুব সহজেই  মন জিতে নিয়েছে দর্শকের। বলাই বাহুল্য, প্রতিনিয়ত এই  মেগা এখন চর্চায় উঠে এসেছে।

ধারাবাহিকে অপর্ণা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং আর্য চরিত্রে রয়েছেন জিতু কমল। দুজনেই দক্ষ পেশাদার শিল্পী এবং তাদের কেমেস্ট্রি এই মেগার জনপ্রিয়তার মূল ম্যাজিক। বিশেষ করে আর্য সিংহ রায় চরিত্র সৃষ্টিকারী অভিনেতা জিতু কমলের অভিনয়ে যেন ঝড় তুলছে ফ্যান পেজে। দর্শকের দাবি জিতু অভিনয়ের জন্য তার চোখের এক্সপ্রেশন যথেষ্ট।

তবে জানেন কি, আর্য চরিত্রে প্রথম জিতুকে নয়। দিতিপ্রিয়া রায়ের বিপরীতে ভাবা হয়েছিল অন্য এক জনপ্রিয়তা অভিনেতাকে। প্রথমে তার সাথেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জুটি বেঁধে আসার কথা ছিল দিতিপ্রিয়া।

অভিনেতা রাহুল মজুমদারের

তিনি আর কেউ নন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শঙ্কর ওরফে অভিনেতা রাহুল মজুমদারের কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে সুত্রের খবরে শোনা যায়, রাহুল কোনও কারণে সরে দাঁড়ায় এবং পরে জিতু-কে কাস্ট করা হয়। যদিও অভিনেতা জিতু ছাড়া এই চরিত্রটা একেবারেই মানানসই।