মেয়ের পোশাকে প্রথমবার পর্দায় ধরা দিলেন এই জনপ্রিয় অভিনেতা! চিনতে পারছেন?

আরিয়ান ভৌমিক

পরনে লেহেঙ্গা সাথে গা ভর্তি গয়না, মেয়ের পোশাকে থাকা অভিনেতাকে চিনতে পারছেন? বড়পর্দা দিয়ে পথচলা শুরু করেছিলেন অভিনেতা। ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছোটপর্দা, সবখানেই তার অবাধ বিচরণ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন এই অভিনেতা।

ইনি হলেন কাকাবাবু, চলো পাল্টাই খ্যাত অভিনেতা আরিয়ান ভৌমিক। তবে আচমকাই কেন এমন পোশাক পড়েছেন অভিনেতা? তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকেরই। সম্প্রতি আরিয়ান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে লেহেঙ্গা পরে, মাথায় লম্বা চুল, ওড়না দিয়ে গা ভর্তি গয়না পরে নাচছেন আরিয়ান।

আরিয়ান ভৌমিক

এই প্রসঙ্গে আনন্দবাজারকে আরিয়ান জানিয়েছেন, ‘ধারাবাহিকে এই সাজের মাধ্যমে, গল্পের মধ্যে দিয়ে একটা ভালো কারণ দেখানো হবে।’ আরিয়ান আরও বলেন, মেয়েদের পোশাকে পর্দায় ধরা দিতে তার একটুও লজ্জা করেনি। বরং এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন অভিনেতা।

দীর্ঘ চার বছর পর ছোটপর্দায় ফিরেছেন আরিয়ান। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে, সান বাংলার ভিডিয়ো বৌমা ধারাবাহিকে। সেখানে একজন ভ্লগারের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তার সাথে আছেন স্যান্ডি সাহাও। এই ধারাবাহিকেরই একটি দৃশ্যে হোয়াট ঝুমকা গানে নাচতে এবং রিল বানাতে দেখা যাবে আরিয়ানকে।