স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। কথা আর এভির বিয়ের ট্র্যাক এনেই ফের টিআরপির দ্বিতীয় স্থানে ফিরে এসেছে এই মেগা। আগামীদিনে আরও নতুন চমক আনতে চলেছে নির্মাতারা।
এবার ধারাবাহিকে নতুন ট্র্যাক। গল্পে আসছে নতুন নায়ক। কথা এবং এভির সম্পর্ক তছনছ করতে আসছে নতুন ভিলেন। আর এই নতুন ভিলেন নিয়ে কথা ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে ছোটপর্দার এক জনপ্রিয় নায়ক। কে তিনি?
তিনি হলেন অভিনেতা বিপুল পাত্র। যিনি আগে ‘ফেরারি মন’ ধারাবাহিকে কাজ করেছেন। এই খবর সামনে এসেছে কথা ধারাবাহিকের ফ্যান পেজ থেকে। চ্যানেল বা ধারাবাহিকে কলাকুশলীরা এখনো কোনও এই বিষয়ে আপডেট দেননি।