‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে এন্ট্রি নিলেন ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেতা

নীল চ্যাটার্জি

জি-বাংলার পর্দায় সদ্য একদিনেই দর্শকের মন জিতে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। গল্পে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে অভিনেত্রী পল্লবী শর্মা ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। গল্পের প্রোমো জুড়ে রয়েছে প্রেম আর ভক্তির এক অদ্ভুত গল্প।

ধারাবাহিকের নায়কের নাম, গোরা । ধারাবাহিকের নায়িকার নাম, রূপমঞ্জরী। জানা যাচ্ছে এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন ছোটপর্দার আরও এক জনপ্রিয় অভিনেতা। এরআগে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের স্যান্ডি চরিত্রেও দেখা মিলেছে তার। এমনকি বর্তমানে অভিনেতাকে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকেও দেখা যাচ্ছে।

তিনি হলেন নীল চ্যাটার্জি। বাংলা সিরিয়ালে পার্শ্ব চরিত্রে হলেও এর আগে বহুবার অভিনেতার অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। তেঁতুলপাতা, কোন গোপনে মন ভেসেছে, খেলনা বাড়ি সহ একাধিক উল্লেখযোগ্য ধারাবাহিকে অভিনয় করেছেন নীল।

নতুন ধারাবাহিকে নীলের চরিত্র সম্পর্কে জানা না গেলেও গল্পে অভিনেতার উপস্থিতি যে নতুন চমক আনতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

নীল চ্যাটার্জি