ফের অঘটন! নতুন ধারাবাহিক ‘পুবের ময়না’র জন্য সরিয়ে দেওয়া হল এই মেগাকে, অবাক দর্শক

পুবের ময়না

জি-বাংলায় পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘পুবের ময়না’। এই গল্পে উঠে আসবে ওপার বাংলার গল্প। যার মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং সিরিয়াল জগতে নবাগতা অভিনেত্রী ঐশানী দে-কে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো অনেকেই দেখে ফেলেছেন।

এবার চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকের সময় সামনে আনা হয়েছে। এই ধারাবাহিক আসতে চলেছে সন্ধ্যা ৬ টার স্লটে। অর্থাৎ যেই সময় বর্তমানে জি-বাংলার চ্যানেলে সম্প্রচার হচ্ছে নতুন মেগা ‘অষ্টমী’ ধারাবাহিক।

অষ্টমী

অষ্টমী’র জায়গা নিল নতুন ধারাবাহিক ‘পুবের ময়না’। তাহলে কি মাত্র ২ মাসেই শেষ হচ্ছে ‘অষ্টমী’ নাকি স্লট পরিবর্তন? সেটা নিয়ে এখনো চ্যানেল মুখ খোলেননি। তবে সূত্রের খবর, কম টিআরপির জন্য বন্ধ হয়ে যেতে পারে ‘অষ্টমী’ ধারাবাহিকটি। তবে দর্শকের মতে নতুন ধারাবাহিক সন্ধ্যা ৬ টার স্লটে দিয়ে আবার ভুল করল জি-বাংলা।