রাতারাতি বন্ধ হয়ে যেতে পারে টিআরপির জনপ্রিয় এই মেগা, অবাক দর্শক

রাঙা বউ

বাংলা ধারাবাহিকগুলি একের পর এক বন্ধের খবরে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন দর্শক। শুরু টিআরপির তলানিতে থাকা ধারাবাহিক নয়, মাঝমধ্যে জনপ্রিয় ধারাবাহিকগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। নিজেদের প্রিয় সিরিয়ালগুলিকে আচমকাই হারিয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে পড়ছে সিরিয়ালপ্রেমীদের।

এবার আচমকাই গুঞ্জন উঠেছে রাতারাতি বন্ধ করে দেওয়া হতে পারে জি-বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি টিভির পর্দায় ভালো জনপ্রিয়তা পেয়েছে শুরু থেকে। এমনকি টিআরপি এক থেকে পাঁচের মধ্যে ঘোরাফেরা করে এই ধারাবাহিক। ভালো টিআরপি সত্ত্বেও কেন বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক?

সোশ্যাল মিডিয়ায় এক সূত্রের খবর অনুযায়ী, জি-বাংলা ক্রেজি আইডিয়াস প্রোডাকশন হাউসকে জানিয়েছেন তাদের গল্প উন্নতি করার জন্য এবং কিন্তু নির্মাতারা কোনও সহযোগিতা করছে না চ্যানেলের সঙ্গে। চ্যানেল এবং প্রোডাকশনের মত বিরোধের জন্য এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হতে পারে।

রাঙা বউ

পরিবর্তী সময়ে আরেক সূত্র থেকে জানা গিয়েছে, ডিসেম্বর থেকে ‘রাঙা বউ’ ধারাবাহিকটি চালিয়ে যাওয়ার জন্য জি-বাংলা টেন্ট সিনেমার কাছে পৌঁছেছে, না হলে ধারাবাহিক শেষ হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ‘রাঙা বউ’ ধারাবাহিকের ভবিষ্যৎ অন্ধকারে। ডিসেম্বর মাসে কোনও সিদ্ধান্তে না পৌঁছালে এই ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে।

https://www.facebook.com/groups/2672976002927378/permalink/3713739525517682/?mibextid=c7yyfP