জি-বাংলা চ্যানেলে আসছে এক নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’। এই ধারাবাহিকের হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী মানালি দে। এছাড়াও প্রধান চরিত্রে রয়েছে শিশু শিল্পী রাধিকা কর্মকার।
নতুন ধারাবাহিক আনা মানেই তো পুরনোকে বিদায়। এর মাঝেই বেশ কিছু ধারাবাহিক বন্ধের খবর শোনা যাচ্ছে জি-বাংলায়। শোনা যাচ্ছে মিঠিঝোরা আর নিম ফুলের মধু ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে। যদিও অফিসিয়ালি এখনো কিছু ঘোষণা হয়নি।
তবে এই মুহূর্তে খবর মিলছে মানালি দের নতুন ধারাবাহিকের আসতে পারে নিম ফুলের মধু ধারাবাহিকের স্লটে। হ্যাঁ, প্রাইম টাইমেই জায়গা নেবে এই মেগা। এখনো পর্যন্ত এমনি গুঞ্জন শোনা যাচ্ছে।