বিগত কয়েকমাস ধরে পাল্লা দিয়ে বাংলা চ্যানেলগুলিতে নতুন নতুন ধারাবাহিক এসেছে এবং বন্ধ হয়ে গেছে বেশ কিছু পুরনো ধারাবাহিক ধারাবাহিক। ইতিমধ্যে বন্ধ হয়েছে ‘এক্কা দোক্কা’, ‘মুকুট’। শোনা যাচ্ছে আরও কিছু ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে টিআরপির খারাপ হওয়ায়।
আগামীদিনে বন্ধের লিস্টে যেসমস্ত ধারাবাহিকের নাম উঠে এসেছে সেগুলি হল ‘ইচ্ছে পুতুল’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ মতো ধারাবাহিক। দর্শকের প্রিয় ধারাবাহিকগুলি একে একে বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ দর্শক। কোনও কোনও ক্ষেত্রে দেখা যাচ্ছে গল্প অসমাপ্ত রেখে তড়িঘড়ি করে গল্প এগিয়ে শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক। যেমন মেয়েবেলা’র মতো ধারাবাহিকে অনেককিছুর দেখানো বাকি ছিল। কিন্তু চ্যানেল এবং প্রোডাকশনের ঝামেলার কারণে ধারাবাহিক জলদি শেষ করে দেওয়া হয় লিপ দেখিয়ে।
এবার শোনা যাচ্ছে আরও একটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে খুব শীঘ্রই। স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক। যদিও এই ধারাবাহিকের টিআরপি এখন তলানিতে এবং খড়ি চলে যাওয়ার পর থেকে অধিকাংশ দর্শক এই ধারাবাহিক দেখা ছেড়ে দিয়েছেন। তবে ‘গাঁটছড়া’র আগেও চলতি মাসে বন্ধ করে দেওয়া হচ্ছে আরও একটি ধারাবাহিক।
আকাশ আট চ্যানেলের নতুন ধারাবাহিক ‘মিষ্টু’ শেষ হয়ে যাবে অক্টোবর মাসেই। মাত্র ছয় মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক। তার জায়গায় আনা হবে আরও একটি নতুন ধারাবাহিক।